প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ
পাইকগাছায় উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৃথক দোয়া মাহফিল
পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় উপজেলা, পৌর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল এর সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন পৌর সভাপতি আসলাম পারভেজ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর সেক্রেটারি কামাল আহমেদ সেলিম নেওয়াজ। উপজেলা ও পৌর কমিটির সাধারণ সম্পাদক মো. ইমরান সরদার ও আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, শেখ রুহুল কুদ্দুস, জিএম রুস্তম, তুষার কান্তি মন্ডল, শেখ আবু তালেব, মেছের আলী সানা, ফারুক আহমেদ, আজাদ বিশ্বাস, মোহর আলী, বাবু মীর, শেখ ইকবাল, ফয়সাল রাশেদ সনি, হারুণ অর রশিদ, রবিউল ইসলাম, রাসেল হোসেন রাজা, বেল্লাল মীর, তুহিন, বাপ্পী, জিয়াউল ইসলাম, মাসুম বিল্লাহ, হুরায়রা বাদশা, শামছুজ্জামান, কুদ্দুস, হারুণ, শফিকুল, রাজ্জাক আলী, সিরাজুল সহ অনেকে। অপরদিকে, বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের নিচে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। সদস্য সচিব যজ্ঞেশ্বর কার্তিক এর সঞ্চালনায় বক্তৃতা করেন জেলার সাবেক সহ-সভাপতি গোলজার আহম্মেদ, সোহেল গাজী, ইউনুচ আলী, শামীম জোয়ারদার, রাজীব নেওয়াজ, হাফেজ আ. রহিম, মজিদ সরদার, খানজু গোলদার, মিনারুল ইসলাম, শফিয়ার রহমান, শামীম আহমেদ, আসলাম পারভেজ, রব্বানী মোড়ল, আজহারুল ইসলাম, মোহাম্মদ আলী, আব্দুস সালাম, ইকবাল হোসেন, অজিয়ার রহমান, তানভীর আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আবু মুছা এবং উপজেলা আহ্বায়ক মাও. দীদারুল ইসলাম।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.