পাইকগাছা প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৩ উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানমালার সভাপ্রধান ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। প্রধান অতিথি ছিলেন খুলনা ৬ (পাইকগাছা -কয়রা)’র সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, ডি সার্কেল মো. সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ সাধু। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কাওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, শাহাজাদা আবু ইলিয়াস ও আব্দুস সালাম কেরু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পল্লী বিদ্যুৎ ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান তালুকদার, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পূজা পরিষদের প্রাণ কৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, সন্তোষ কুমার সরদার, পৌর পূজা পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, সাধারণ সম্পাদক জগদীশ রায়, ইউপি সদস্য শংকর বিশ্বাস, মৃত্যুঞ্জয় সরদার, শংকর দেবনাথ, সুকৃতি মোহন সরকার, সাংবাদিক বি সরকার, স্নেহেন্দু বিকাশ, প্রমথ সানা ও প্রকাশ ঘোষ, তাপস বসু, সুজন মন্ডল, দ্বীজেন্দ্র নাথ মন্ডল, শিবপদ মন্ডল, উজ্জ্বল মন্ডল, কালীপদ বিশ্বাস, মনোজ মন্ডল, ত্রিনাথ বাছাড়। উল্লেখ্য, এবছর উপজেলায় ১৫৫ টি মন্দিরে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পাইকগাছায় উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
পূর্ববর্তী পোস্ট