
পাইকগাছা প্রতিবেদক:
পাইকগাছায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ আয়োজিত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা- ৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। সভাপতিত্ব করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার। উপজেলার রাস্তা, খাল খনন, কৃষি মৌসুমে ক্লাইমেট এক্সপার্ট মেলা, জরায়ু ও স্তন ক্যান্সার নিরাময়ে সরকারি উদ্যোগ, ভিক্ষুক মুক্ত সহ বিভিন্ন সমস্যাবলী ও সমাধান বিষয়ে সভায় বক্তৃতা করেন, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, পল্লী বিদ্যুতের ডিজিএম রেজায়েত আলী, মৎস্য কর্র্মকতা মোঃ টিপু সুলতান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পিআইও ইমরুল কায়েস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, বিআরডিবি কর্মকর্তা মোঃ রাজিবুল হাসান, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী পরিচাল রাজু আহম্মেদ, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার, কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আঃ কালাম আজাদ, আঃ মান্নান গাজী, শাহজাদা আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম, ইউপি সদস্য শংকর বিশ্বাস, সাংবাদিক আঃ আজিজ,পূর্ণ চন্দ্র মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী-পেশার বৃন্দ।