প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ১২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ
পাইকগাছায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
পাইকগাছা প্রতিবেদক:গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে পাইকগাছায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সমন্বিত জেলা কার্যালয় খুলনা, পাইকগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এসকল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অব. সহকারী অধ্যাপক জিএম এম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহেরা নাজনীন। রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় ১৬টা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এসময় বিচারক হিসেবে উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া ও অব. শিক্ষক সুখদেব মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব, দেবাশীষ বিশ্বাস, পাইকগাছা কমিটির সাধারণ সম্পাদক অব. অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, সহ-সভাপতি নিজাম উদ্দিন, সদস্য সাকিবুর রহমান বাবলা, পূর্ণ চন্দ্র মন্ডল, জামিনুর ইসলাম, সহ ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি শিক্ষক ও প্রতিয়োগিতায় অংশরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় ক গ্রুপ থেকে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল এবং খ গ্রুপ থেকে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় ও ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় সেমিফাইনালে উঠেছে। আগামী ২৬ আগস্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.