পাইকগাছা প্রতিবেদক: অন্তর্ভুক্ত মূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা শীর্ষক ৩১তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২২ উপলক্ষ্যে পাইকগাছায় আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয় আয়োজিত রবিবার স জনকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম,
সঞ্চালক ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, প্রতিবন্ধী ব্রজেন, বিকাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রতিবন্ধীরা শুধু সমাজের বোঝা নয়, বরঞ্চ সম্পদ। বর্তমান শেখ হাসিনা'র সরকার প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সরকারী -বেসরকারী ভাবে সুযোগ সুবিধা দান, লেখাপড়ায় সহযোগিতা, বৃত্তিপ্রদান, চাকরি , কল্যাণট্রাস্ট, ভাতা সংখ্যা বৃদ্ধি, সর্বোপরি সরকার প্রতিবন্ধীদের কল্যাণে সবকিছু করছেন বলে বক্তারা জানান।