
পাইকগাছা প্রতিবেদক : পাইকগাছায় নারী নেতৃত্ব, সামাজিক ক্ষমতায়ন, অ্যাডভোকেসি এবং পানির অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একশন টু ক্লাইমেট চেঞ্জ এনসিউরিং সাসটেইনেবল সলিউশন এক্সেস সুইজারল্যান্ডস্থ হেলভেটাস বাংলাদেশ সহায়তায় এবং
বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ এর আয়োজনে সোমবার উপজেলা অফিসার্স ক্লাবে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, ডরপ এর উপ পরিচালক মোঃ আমির খসরু। এসময় অ্যাডভোকেসি নেটওয়ার্ক অফিসার আল জাবেদ সরকার, উপজেলা কো- অর্ডিনেটর পিন্টু চন্দ্র দাস, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আলী হোসাইন, বাজেট মনিটরিং ক্লাবের অব. সদস্য অব. অধ্যক্ষ শেখ ফারুক আহমেদ, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, রেজাউল করিম, নারী নেত্রী নাজমুল নাহার ইতি, লাবনী দাশ, ইমা খানম সহ ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব, মা সংসদ এবং স্বাস্থ্যগ্রাম দলের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে নেতৃত্বের উন্নয়ন দক্ষতা, নারী ও যুব প্রতিনিধিদের যোগাযোগের দক্ষতা উন্নয়ন, অ্যাডভোকেসি দক্ষতা, পানির অধিকার, নেটওয়ার্ক, প্রশিক্ষণ মূল্যায়ণ শেষে সমাপনী অনুষ্ঠিত হয়।