প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ৯:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ
পাইকগাছায় অভিযানে ১২টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ
পাইকগাছা প্রতিবেদক : মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে পাইকগাছায় বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার লতা ইউনিয়নের উলুবুনিয়া মরা নদীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অধীনে এসকল অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময় উলুবুনিয়া মরা নদী ১২টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং জব্দকৃত জাল আগুন পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপস্থিত ছিলেন ক্ষেত্রসহকারী রণধীর সরকার, স্টাফরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অভিযানে সহযোগিতা করেধ পাইকগাছা থানা পুলিশ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, জনস্বার্থে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে এধরনের অভিযান অব্যাহত থাকবে। আসুন, আমরা সচেতন হই। সরকারি নির্দেশনা মেনে চলি।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.