
আব্রাহাম লিংকন, শ্যামনগ থেকে: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দবনে বনদস্যু জিয়া বাহিনী হাতে ৪ জেলে অপহৃত হয়েছে। এদেও মধ্যে ২ লাখ টাকা মুক্তিপন দিয়ে ফিওে এসেছে ২ জেলে।
জেলেদের সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার পাশের্^খালী গ্রামের মৃত্যু মুজিবর গাজীর পুত্র আজিবার (২২), মৃত্যু বাল্লপ সরদারের পুত্র মমিন সরদার (৩০), আকবার আলীর পুত্র আব্দুল্ল্যাহ (২৮) টেংরাখালী গ্রামের তুরাব সরদারের পুত্র জাকির (২৮), বড় ভেটখালী গ্রামের লতিফ সানার পুত্র মাজিদ সানা (৩০) কৈখালী ফরেষ্ট স্টেশন থেকে বৈধ্য পাশপার্মিট নিয়ে সুন্দরবনে সাদা মাছ আহারন করতে যায়।
গত ১৭ জুন ২০২০ বৃহস্পতিবার বিকালে মামুন্দো নদীর বয়ারসিং নাম স্থান থেকে বনদস্যু জিয়া বাহিনী ৪ রাউন্ড উড়ো গুলি করে তাদের জিম্মি করে ব্যপক নির্যাতন করে এবং মাথা পিছু ১ লাখ টাকা চাঁদা দাবী করে। মমিন সরদার, আব্দুল্ল্যাহ, মাজিদ সানা বাড়ীতে যোগাযোগ করে ০১৭৩৯৪৬০৫০৫ নাম্বার বিকাশের মাধ্যমে ৩ জন মোট ২ লাখ টাকা দেয়। জিয়া বাহিনী ভারতের বুড়ির দেবর নামক খালে মমিন সরদার, আব্দুল্ল্যাহ, মাজিদ সানার হাতে একটি দা দিয়ে গহীন বনে নামিয়ে দেয়। পরে মমিন সরদার, আব্দুল্ল্যাহ, মাজিদ সানা গাছ কেঁটে গাছের গুড়ির উপর ভেসে আসতে দেখে কাছিকাটা বিজিবি হোগল ডোকরা নামক খাল থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে গোলাখালী এলাকায় পৌছে দেয়। বর্তমানে মমিন সরদার, আব্দুল্ল্যাহ, মাজিদ সানা তারা বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এদিকে ভূক্তভোগী জেলে বেলায়েত আলী সরদার জানান, বৈকিরী নামক স্থানে আমি ও আজিবার পৌছলে বনদস্যু জিয়াবাহিনী আমাদের নৌকা রাখতে বলে। আমি নৌকা না রেখে দ্রুত চালাতে থাকি এবং হরিটানা নামক স্থানে পৌছনো মাত্রই বনদস্যু জিয়াবাহিনী একটি উড়ো গুলি করে। আমি নৌকা রাখি। বনদস্যু জিয়াবাহিনী আমাদের ব্যপক মারপিট করে এবং নৌকা থেকে আজিবরকে মুক্তিপনের দাবীতে উঠিয়ে নেয়। বনদস্যু জিয়াবাহিনীর একটি নৌকাতে ২ জন বনদস্যু বাহিনীর প্রধান জিয়া ও র্যাবের স্যালেন্ডারকৃত আসামী বুলবুল তাদের বাড়ী উপজেলার গাবুরা ইউনিয়নে বর্তমানে ভারতের ক্যানিং এ বসাবস করে। তাদের কাছে ১ টি ডাবল ব্যারেল ও ১ টি সিঙ্গেল ব্যরেলের বন্দুক আছে।