
সাতক্ষীরা প্রতিনিধিঃ পশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে খামারিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক, টিকাদান ও স্বল্পমূল্যের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি ।মঙ্গলবার(৬জানুয়ারি) সকালে জাগো নারী ও সোনালী স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে কাশিপুর হাইস্কুলের মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদনে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় উৎপাদিত টিকাবীজ ক্রয়, বাস্তবায়ন ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে গবাদি পশুর রোগ প্রতিরোধ, টিকাদান ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়।
তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন , খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম হায়দার। বিশেষ অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ এম মান্নান কবীর ও প্রকল্প পরিচালক মো. তায়েজুল ইসলাম জাগো নারীর সংস্থার খুলনা বিভাগীয় পরিচালক সুচিত্রা রানী।
আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,সোনালী স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুমন্ত মজুমদার।
এসময় বক্তারা বলেন, গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা গেলে দুধ ও মাংস উৎপাদন বাড়বে।খামারিদের আর্থিক সক্ষমতা উন্নত হবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তারা নিয়মিত টিকাদান, পরিচ্ছন্ন খামার ব্যবস্থাপনা ও পশু চিকিৎসা সেবা গ্রহণের ওপর গুরুত্ব দেন।
উঠান বৈঠকে অংশগ্রহণকারী খামারিরা পশুর বিভিন্ন রোগ, প্রতিরোধ ব্যবস্থা ও স্বল্পমূল্যে চিকিৎসা সেবা সম্পর্কে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পান।

