দেবহাটা ব্যুরো: করোনায় আক্তান্ত হওয়ার পর থেকে দীর্ঘ ৯ মাস পর দেবহাটার স্কুল প্রতিষ্ঠানগুলোতে অভিভাবক ও কমলমতি শিশুদের আনাগোনায় মুখরিত ছিল স্কুল ক্যাম্পাস। শুক্রবার সরাদেশ ব্যাপী প্রাথমিক ও কিন্ডারগার্ডেন স্কুলে বই তুলে দেওয়া হয়েছে। দেবহাটা উপজেলার ৫৯টি প্রাথমিক বিদ্যালয় ও ১০টি কিন্টারগার্ডেন স্কুলে সাড়ে ১১হাজার ছাত্র/ছাত্রীদের মাঝে বই তুলে দেওয়া হয়। স্ব-স্ব স্কুল থেকে অভিভাবগ ও শিশুদের মাঝে স্কুলের শিক্ষক/শিক্ষিকা এই বিতরণ করেন। দীর্ঘদিন পর স্কুলে এসে শিশুদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। শিক্ষক শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত ছিল ক্যাম্পাস। করোনায় বই বিতরণে বই উৎসব না থাকায় প্রতিবছরের ন্যায় বছরের শুরুতে শিশুরা অভিভাবকের হাত ধরে স্কুল ক্যাম্পাসে এসে বই নিয়ে গেছে। নতুন বই পেয়ে শিশুরা সন্তোষ প্রকাশ করেন। দেবহাটা উপজেলার প্রথামিক শিক্ষা অফিসার মোঃ শাহাজান আলী প্রতিবেদককে বলেন, সময়মত শিশুদের মাঝে বই দিতে পেরে আমরা খুশি। আশা করছি স্কুল প্রতিষ্ঠান খুব তাড়াতাড়ি খুলে যাবে । স্কুলমুখী হবে সব শিশুরা। বই নিতে আশা পারুলিয়া স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কম্পিউটার চাইল্ড হোম এন্ড স্কুলের অভিভাবক শহিন হোসেন বলেন, স্কুল বন্ধ থাকায় শিশুরা বই থেকে অনেক পিছিয়ে পড়েছে। বেশিকাংশ শিশুরা পড়াশনা থেকে বিরত ছিল। নতুন বই পাওয়ায় আবার বই মুখি হবে এবং পড়াশনায় মনোযোগ ফিরে আসবে। সর্মবহল আশাকরে খুবতাড়াতাড়ী করোনার ছোবল থেকে মুক্তিপাবে আমাদের দেশ এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল ছাত্র/ছাত্রীদের পদচারনায় মুখরিত হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমনটাই প্রত্যাশা ।