আইয়ুব হোসেন রানা: আগামি ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু’র নারিকেল গাছ প্রতিকের নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে পৌরসভার ৯নং ওয়ার্ডের পলাশপোল বউ বাজারে অনুষ্ঠিত পথসভায় মাস্টার আবুবক্কর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। এসময় তিনি বলেন,“মহান আল্লাহ তায়ালা আমাকে সব কিছু দিয়েছেন। গাড়ি, বাড়ি, ধন-সম্পত্তি সবই আমার আছে। সেই সাথে আমার একমাত্র পুত্র বিশ^বিদ্যালয়ে পড়াশুনা করে। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি বাকি জীবন মানুষের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে ও মানুষের সেবা করে যেতে চাই। সে লক্ষ্যে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে পৌরসভার মেয়র পদে দাড়িয়েছি। তিনি বলেন, আমি কোন রাজনৈতিক দলের পতাকার ব্যানারে ভোটে দাড়ায়নি। মিঠু খান বলেন, পৌর নির্বাচনের মত স্থানীয় সরকার নির্বাচনে মানুষ দল দেখে ভোট দেননা, যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, যাকে সুখে- দুঃখে পাশে পাওয়া যাবে এমন প্রার্থীকেই মানুষ ভোট দেন। আমি দল মত নির্বিশেষে পৌরসভার সকল মানুষের সেবক হতে চাই। সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের কাঙ্খিত উন্নয়ন করতে আমাকে একবার নির্বাচিত করে দেখুন। আমি সাতক্ষীরা পৌরবাসীর উন্নত নাগরিক সেবা ও পৌরসভার সামগ্রীক উন্নয়ন করবো। যদি আমি তা না পারি তাহলে আমি আপনাদের কাছে আর কখনও ভোট চাইবোনা। নাছিম ফারুক খান মিঠু আরো বলেন, বাইরের জেলাগুলিতে গিয়ে দেখেন পৌর এলাকায় কি ধরনের উন্নয়ন হয়েছে। কিন্তু আমরা সব সময় অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত হয়েছি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের সেবা করে যাবো।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী সহিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, আব্দুল গফ্ফার, মিজানুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ। নির্বাচনী পথসভা শেষে স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু ঐ এলাকার পথচারী ও বিভিন্ন দোকানে গিয়ে নির্বাচনী গণসংযোগ করে নারিকেল গাছ প্রতিকের লিফলেট বিলি করেন। এসময় নারিকেল গাছ প্রতিকের কর্মী ও সমর্থকসহ ওয়ার্ডের বিপুল সংখ্যক নাগরিক উপস্থিত ছিলেন।