সাতনদী অনলাইন ডেস্ক: ২০১৭ ও ২০১৯ সালে ‘স্পাইডার-ম্যান’ সিরিজের দুই কিস্তি ‘স্পাইডার-ম্যান—নো ওয়ে হোম’ ও ‘স্পাইডার-ম্যান—ফার ফ্রম হোম’-এ একসঙ্গে অভিনয় করেন টম হল্যান্ড ও জেনডায়া। টম করেন পিটার পার্কার ওরফে স্পাইডার-ম্যান, আর জেনডায়া করেন তাঁর সহপাঠী তথা প্রেমিকা মিচেল জোন্সের চরিত্র। টম ও জেনডায়ার প্রথম ছবি মুক্তির পর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন চাউর হয়। কিন্তু জেনডায়া তাঁদের সম্পর্ককে ‘স্রেফ বন্ধুত্ব’ বলে অভিহিত করেন। অবশেষে প্রকাশ্যে এলো তাঁদের প্রেম। ২ জুলাই সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসে টম ও জেনডায়াকে চুম্বনরত অবস্থায় দেখা যায়। অডি গাড়িতে বসে চুমু খাওয়ার সময় কেউই নিজেদের লুকানোর চেষ্টা করেননি। মনে করা হচ্ছে, প্রকাশ্যেই এই চুমু তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা। যদিও দুই তারকা পরে তাঁদের প্রেম নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।
সূত্র : পেজ সিক্স