আজিজ ফাউন্ডেশন ও সাতনদী পরিবারের চলমান ৫০ হাজার চারা বিতরন কর্মসূচীর অনুষ্ঠানে বক্তারা
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। লেবু এবং পেয়ারা দু’টি ভিটামিন সি সমৃদ্ধ ফল। মানুষের সুস্থ্য থাকার জন্য লেবু-পেয়ারার গুরুত্ব অপরিসীম।
গতকাল আজিজ ফাউন্ডেশন ও সাতনদী পরিবারের উদ্যোগে চলমান ৫০ হাজার লেবু-পেয়ারার চারা বিতরন অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। সাতনদী সম্পাদক ও আজিজ ফাউন্ডেশনের সাধারন সম্পদক হাবিবুর রহমানের সভাপতিত্বে ৯নং
[caption id="attachment_43120" align="alignright" width="300"] আজিজ ফাউন্ডেশন ও সাতনদী পরিবারের উদ্যোগে চারা বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আজিজ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান।[/caption]
ওয়ার্ডের মহিষাডাংগা হাটখোলা প্রাঙ্গনে বিকাল সাড়ে তিনটায় চারা বিতরন অনুষ্ঠান শুরু হয়। এখানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক বাবু হিরালাল সরকার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সন্দিপ কুমার মন্ডল, স্থানীয় ইউপি সদস্য বাবু বিশ্বনাথ সরকার, রিফারী সুধাংশু সরকার।
চারা বিতরন অনুষ্ঠানে অরবিন্দু সরকার সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ মানুষকে সচেতন করবে। সন্দিপ মন্ডল তার বক্তব্যে বলেন, সাংবাদিক হাবিবুর রহমান মানুষের জন্য কাজ করেন। তারই অংশ হিসাবে তিনি ইউনিয়ন জুড়ে ঘরে ঘরে পেয়ারা ও লেবুর চারা বিতরনের উদ্যোগ নিয়েছেন। উদ্যোগটি ভাল।
অপরদিকে ৪নং ওয়ার্ড কচুয়া প্রতিবন্ধি স্কুলের সম্মুখে বিকাল সাড়ে পাঁচটায় পৃথক একটি চারা বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানেও হাবিবুর রহমানের
[caption id="attachment_43121" align="alignright" width="300"] মহিষাডাংঙ্গা হাটখোলায় আজিজ ফাউন্ডেশন ও সাতনদী পরিবারের উদ্যোগে চারা বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আজিজ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান[/caption]
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য রফিকুল ইসলাম পান্না। পৃথক দুটি ওয়ার্ডেই ৩ হজার লেবু এবং ২ হাজার করে পেয়ারার চারা বিতরন করা হয়। দু’জায়গায় চারা বিতরন শেষে কুল্যা ইউনিয়ন পরিষদের সম্মুখে অল্পকিছু চারা বিতরন করা হয়।