
কূল্যা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আজিজ ফাউন্ডেশন ও সাতনদী পরিবারের উদ্যোগে গাছের চারা বিতরন
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরীসীম। আজিজ ফাউন্ডেশন ও সাতনদীর পক্ষে ইউনিয়ন জুড়ে গাছের চারা বিতরনের উদ্যোগ ইতিহাস হয়ে থাকবে। গতকাল বৃহস্পতিবার কূল্যা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ও কাটাখালীতে কাগুজী লেবু ও থাই পেয়ারার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি অসীম বরন চক্রবর্তী এসব কথা বলেন। আজিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গাছের চারা বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ, গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা চায়না রানী দাশ প্রমুখ। এছাড়ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি হাবিবুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে কাগুজী লেবুর ও থাই পেয়ারার চারা পৌছে দেয়া হচ্ছে। কর্মসূচী সফল হলে সাধারন জনগন এর সুফল পাবে।
উল্লেখ্য, গত বুধবার এই ওয়ার্ডে চার হাজার কাগুজী লেবুর চারা বিতরন করা হয়।