এস,এম,মুকুল, (ব্রহ্মরাজপুর) সাতক্ষীরা সদর থেকে:
সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ১৪৪৬ হিজরী উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। ১৬ই সেপ্টেম্বর, (সোমবার) সকাল ১০ টায় বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য শেখ আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ব্রহ্মরাজপুর সরদার বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ নাজমুল হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ মহসিন উদ্দিন।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন তাহসিন অবরার রাজ, সিরাজুম মুনিরা ও তাবাসসুম ফেরদৌস। বিশেষ অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব হাফেজ মোহাম্মদ সামসুর রহমান ও হাফেজ কারী মাওলানা মোঃ আনারুল ইসলাম খতিব বাইতুন ন‚র জামে মসজিদ। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বেরবাড়ি জামে মসজিদের খতিব মোহাম্মদ সোহরাব হোসেন, পুরাতন বাজার খোলা জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ আল আমিন, দহাকুলা প‚র্বপাড়া জামে মসজিদের খতিব হাফেজ হাবিবুর রহমান, সদর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি আবু জাফর মোহাম্মদ সালেহ, সদর থানার জাতীয় পার্টির সহ সভাপতি শামসুর রহমান সোনা, কথা সাহিত্যিক আব্দুল ওহাব আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মোস্তাক, সমাজসেবক মোঃ শওকত হোসেন, মোঃ কামরুল ইসলাম, আব্দুল গফুর প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহানবীর আগমনের পর আরবে আইয়ামে জাহেলিয়ার অবসান হয়। তিনি কাউকে অবম‚ল্যায়ন করতেন না তিনি সবসময় মানবতার কল্যাণ ও মুক্তি চাইতেন। অতঃপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গজল ও কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীর হাতে পুরস্কার তুলে দেন। সভাপতি তার বক্তব্যে বলেন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) আলাহর বন্ধু আমরা যদি তার আদর্শ মেনে চলতে পারি তবে আমরাও তাঁর বন্ধু হতে পারব।
অতঃপর বিশ্ব মানবতার শান্তি ও হযরত আদম (আঃ) থেকে শুরু করে এ পর্যন্ত যত নর নারী মাটির নিচে সাইত আছে সকলের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সমাজসেবক এবং বিবাহ ও নিকা রেজিঃমাওলানা মোঃ রওশন আলম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুকুল হোসেন।