প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২০, ৮:৩৯ অপরাহ্ণ
পথ ভুলে লোকালয়ে চিত্রা হরিণ, ধরে বনে দিল বন বিভাগ
পথ ভুলে সুন্দরবনের চিত্রা হরিণ ঢুকে পড়ে লোকালয়ে। পরে চিত্রা হরিণটিকে ধরে পুণরায় সুন্দরবনে অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তারা। সোমবার সকালে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন জানান, লোকালয়ে হরিণটির চলাফেরা দেখে স্থানীয় বাসিন্দারা কোবাদক ফরেস্ট স্টেশনে খবর দেয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় হরিণটি ধরে নিয়ে যায় বন কর্মকর্তারা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা বেলাল হোসেন জানান, পথ ভুল করে চিত্রা হরিণটি লোকালয়ে চলে আসে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়। এরপর ট্রলার নৌকাযোগে হরিণটিকে নিয়ে পুণরায় সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়।
তিনি বলেন, চিত্রা হরিণটির শারীরিক কোন ক্ষতি হয়নি ও হ্নদক্রিয়া স্বাভাবিক ছিল। আমরা সাধারণ রশির পরিবর্তে কাপড়ের ফিতা দিয়ে পা বেঁধে নিয়ে গেছি। যাতে পায়ে কোন ইনজুরি না হয়। এছাড়া গেঞ্জি কাপড় দিয়ে চোঁখ ঢেকেছি যেন মানুষ দেখে ভয় পেয়ে ছুটাছুটি না করে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.