আন্তর্জাতিক ডেস্ক:
বুধবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করলেন- পঞ্চায়েত নির্বাচনের বলি ১৯ জনের পরিবার প্রতি দুই লাখ টাকা এবং একটি করে হোমগার্ড-এর চাকরি দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী বলেন, সাহায্যের ক্ষেত্রে তৃণমূল, বিজেপি, সিপিএম কিংবা কংগ্রেস বিবেচনা করা হবে না। তিনি অবশ্য জানান যে, যারা মারা গেছে তাদের মধ্যে তৃণমূল কর্মী সংখ্যায় বেশি। তিনি বলেন, প্রচারের গরু গাছে ওঠে। মিডিয়া ব্যাপক গণ্ডগোলের কথা বলেছে অথচ ঝামেলা হয়েছে দুটি জেলা মুর্শিদাবাদ ও মালদহে। এই জেলায় কারা গণ্ডগোল পাকিয়েছে তা সবার জানা। মমতা সিপিএম আমলের গণ্ডগোলের নানা উদাহরণ তুলে ধরে বলেন, এই তো এদের চরিত্র! মমতা কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, এখানে বিরোধিতা আর দিল্লিতে সক্ষ্যতা, এটা চলতে পারে না।