আন্তর্জাতিক ডেস্ক:
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ নিয়ে হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটি জানিয়েছে, পশ্চিমারা যদি এ অঞ্চলে কোনো সামরিক অবস্থান তৈরির চেষ্টা করে তাহলে তার সমুচিত জবাব দেবে বেইজিং। লিথুনিয়ায় সম্প্রতি ন্যাটোর যে সম্মেলন আয়োজিত হয় তাতে দেশগুলো চীনের নানা সমালোচনা করে। এরপরই পাল্টা হুঁশিয়ারি বার্তা দিলো চীন।
আরটি জানিয়েছে, গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের চীনা মিশন থেকে একটি বিবৃতি দেয়া হয়। ন্যাটোর সম্মিলিত বার্তার জবাব হিসেবে তারা ওই বিবৃতিটি প্রকাশ করে। ন্যাটো দেশগুলো অভিযোগ করে, চীন এশিয়া-প্যাসিফিক অঞ্চলে জবরদস্তিমূলক নীতি গ্রহণ করেছে এবং পশ্চিমা স্বার্থকে হুমকিতে ফেলেছে। এর জবাবে চীনা কূটনীতিকরা বলেন, ন্যাটো তার বিবৃতিতে মৌলিক ফ্যাক্টগুলোই উপেক্ষা করে গেছে। তারা চীনের সুনামহানি করার জন্য ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগ তুলেছে। আমরা ন্যাটোর ওই বিবৃতির গভীর নিন্দা জানাই।
চীনের বিবৃতিতে আরও বলা হয় যে, তারা নিজেদের স্বার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে যা যা করা প্রয়োজন তাই করবে। ন্যাটোর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সম্প্রসারণ প্রচেষ্টার বিষয়েও হুঁশিয়ারি বার্তা দেয়া হয় ওই বিবৃতিতে।
যদি কোনোভাবে চীনের বৈধ স্বার্থে আঘাত আসে তাহলে এর সমুচিত জবাব দেয়ার হুমকি দিয়েছে চীন।