
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: ২৮শে নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১নভেম্বর) বিকাল ৪টায় কুলিয়া বাজারে কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিধান বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান (মনি), জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ্যাড.স.ম. গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান নুরুল মমিন, কুলিয়া ইউনিয়নের নৌকার প্রাথী আসাদুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী সংগঠনের সাধারন সম্পাদক মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশুতোষ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এ এইচ এম সোহাগ, উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক আরিফুজ্জামান (আরিফ), কুলিয়া ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মজনুর রহমান, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, নাজমুল হুদা ও কুলিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আ’লীগের সভাপতি/সাধারন সম্পাদক সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় আসাদুল ইসলাম জানান আমাকে নৌকার মাঝি মনোনিত হওয়ায় প্রথমে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে, সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হককে, জেলা আওয়ামীলীগকে, উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগকে ধন্যবাদ জানান। এসময় বক্তরা বলেন, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন আমরা সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে আরোও শক্তিশালী করবো। নৌকা প্রতীক কোন ব্যক্তি বিশেষের নয়, এই প্রতীক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতীক, এই প্রতীক শেখ হাসিনার প্রতীক। আ’লীগ নেতৃবৃন্দ শেখ হাসিনার উন্নয়নের ধারা কে অব্যাহত রাখার লক্ষ্যে দল মত নির্বিশেষে সকলের কাছে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহবান করেন।