
অনলাইন ডেস্ক :
পিঠের পুরনো ইনজুরি হানা দিয়েছিল অনুশীলনে। ব্যথায় ছাড়তে হয়েছিল জাতীয় দলের ট্রেনিং গ্রাউন্ড। তাই ব্রাজিলিয়ার সুপারস্টার নেইমারের মাঠে নামা নিয়ে ছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত মাঠে নেমেছেন, খেলেছেন পুরো ৯০ মিনিট। বলা যায় নেইমারের জাদুতেই বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শুক্রবার দিবাগত রাতে ব্রাজিলের সাও পাওলোর কোরিন্থিয়ান্স এরেনায় কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং বলিভিয়া। আগের দিন অনুশীলনে চোট পাওয়ায় সেলেসাওদের সবচেয়ে বড় তারকা নেইমারের ম্যাচ খেলা নিয়ে শঙ্কা ছিল।
তবে শুরুর একাদশেই মাঠে নামেন পিএসজি তারকা। অবশ্য খেলায় গোল পাননি তিনি, তবে করিয়েছেন দুটি গোল। ব্রাজিলের পাঁচটি গোলের দুটি করেছেন রবার্তো ফিরমিনো। এছাড়া মার্কুইনোস ও ফিলিপে কৌতিনহো একটি করে গোল করেছেন। অপরটি আত্মঘাতি।
ম্যচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে তিতের ব্রাজিল। প্রথম গোল পেতে ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ১৬ মিনিট পর্যন্ত। মাঠের বাঁ প্রান্ত থেকে দানিলোর মাপা ক্রসে মাথা লাগিয়ে ব্রাজিলকে এগিয়ে নেন মার্কুইনোস। পুরো ম্যাচেই দারুণ ফুটবল খেলা নেইমার গোল পেতে পারতেন পরের মিনিটেই। কিন্তু কৌতিনহোর পাসে শেষ মুহূর্তে ফিনিশিং দিতে ভুল করেন তিনি।
নেইমারের গোল মিসের ১৩ মিনিট পরেই দ্বিতীয় গোলের দেখা পায় ব্রাজিল। মাঠের বাঁ প্রান্ত দিয়ে দ্রুত গতিতে প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে পড়েন নেইমার। তার বাড়ানো বল রবার্তো ফিরমিনোর পায়ে বাড়িয়ে দেন রেনান লোদি। বানানো বলে গোল করতে ভুল করেননি লিভারপুল তারকা। অপরদিকে ৩৯তম মিনিটে সুবিধাজনক স্থানে ফ্রি-কিক পেয়ে কাজে লাগাতে পারেনি বলিভিয়া। প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আবারো গোল করান নেইমার। মাঝ মাঠে বল পেয়ে নিজের জাতসুলভ কারুকার্যে বল বানিয়ে দেন ফিরমিনোকে। পরে পায়ের আলতো টোকায় গোল আদায় করে নেন ফিরমিনো। মিনিট দশেক পর নেইমারের দারুণ এক শট বারের ওপর দিয়ে যায়।
৬৬ মিনিটে ফিলিপে কৌতিনহোর বাড়ানো ক্রসে নেইমার গোল করতে গেলে আগেই বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে ফেলেন বলিভিয়া ডিফেন্ডার কারাসকা। ৭৩ মিনিটে নেইমারের দৃষ্টি নন্দন ক্রস থেকে হেডে গোল করে বলিভিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন কৌতিনহো। ফলে শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়েই মাঠ সেলেসাওরা। আগামী ১৪ অক্টোবর পেরুর সাথে বিশ্বকাপ বাছাই পর্বের আরেক ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।
সূত্র-ডেইলি বাংলাদেশ