আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার নূরনগরে মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে রোববার ১ লা জানুয়ারী দুপুর দুইটায় কৈখালী ইউনিয়ন এর মির্জাপুর গ্রামের অসহায় পরিবারের জমজ শিশুদের মাঝে দুধ উপহার দেওয়া হয়েছে। নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন বলেন, শুধু চালের গুঁড়া খেয়ে জমজ শিশু হাসান ও হোসাইনের দিন কাটছে। এমন খবর পাওয়া মাত্রই নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাড়িয়েছি। মানবতার কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চু, সাংবাদিক জাকির হোসেন, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সদস্য শুভ সাহা ও মোঃ হাফিজ।