বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন।
সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনীতির ঐক্যে বিভেদ উসকে দিতে চায়। তিনি আরও বলেন, মানবিক করিডোর দেওয়ার ক্ষেত্রে বিদেশিদের স্বার্থ রক্ষা নয়। সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ রক্ষা করতে হবে।