
ওমর ফারুক মুকুল,দেবহাটা থেকে: সদ্য সমাপ্ত তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন সহ কয়েকটি এলাকায় নির্বাচন পরবর্তী সাময়িক সহিংসতা, হামলা ও মামলার ঘটনা ঘটে। তবে দেবহাটা থানা পুলিশের কঠোর অবস্থানের ফলে তা কোন ভাবেই বিস্তার লাভ করতে পারেনি। জানা যায়, ২৮ নভেম্বর নির্বাচন সমাপ্তের পরের দিন হতে পহেলা ডিসেম্বর পর্যন্ত দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন সহ উপজেলার কয়েকটি এলাকায় পরাজিত প্রার্থীর সমার্থদের বাড়ি-ঘরে হামলার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে দেবহাটা থানার অফিসার-ইন-চার্জ শেখ ওবায়দুল্লার নির্দেশে তাৎক্ষনিক পুলিশ সার্বিক পরিস্থিতি শান্ত করা সহ হ্যান্ড মাইক ব্যবহার করে সকলকে শান্ত থাকার জন্য সচেতন করেন। এতে করে বর্তমানে কুলিয়া ইউনিয়ন সহ দেবহাটা উপজেলার সকল স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক আছে। এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার-ইন-চার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটানোর কোন সুযোগ নেই। যে বা যারা আইন শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। তিনি আরো বলেন, ইতিপূর্বে নির্বাচনকে পুঁজি করে যারাই সহিংসতা করেছে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। বর্তমানে দেবহাটা উপজেলার সকল স্থানে পুলিশী টহল বাড়ানো হয়েছে। দেবহাটা থানা পুলিশ সাধারন মানুষের জনমাল রক্ষার্থে সর্বদা সচেষ্ট আছে। তিনি সচেতন মহলের উদ্দেশ্যে বলেন, কোথাও কোন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্বাভাবিক হওয়ার আশংষ্কা থাকলে সাথে সাথে পুলিশ কে তথ্যদিন, তাৎক্ষনিক আইনগত ব্যবস্থ্যা গ্রহন করব। এ ব্যাপারে দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানাযায় সাধারণ মানুষ সহিংসতা প্রতিরোধে দেবহাটা থানা পুলিশের ভূমিকায় সন্তুষ্ট।