নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে উত্তাপ ছড়াচ্ছে সাতক্ষীরা সদর ০২ আসনে। নানা সমীকরণ, দলীয় সমর্থন ও কোন্দলের মাধ্যমে উত্তাপ ছড়াচ্ছে আসনটিতে। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সাতক্ষীরা সদর ০২ আসনে মনোনয়ন পত্র দাখিল করেন ১১ জন, তার মধ্যে ১০টি আবেদন বৈধতা পায়। সব শেষে ডিসেম্বরের ১৭ তারিখে আওয়ামী লীগের আসাদুজ্জামান বাবু (দলীয় সীদ্ধান্তে), বাংলাদেশ ওয়ার্কাস পার্টির তৌহিদুর রহমান, জাকের পার্টির শেখ ইফতেখার আল মামুন সুমন মনোনয়ন প্রত্যাহার করে নেন। সব শেষ ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হয়। এর মধ্যে সাতক্ষীরা সদর ০২ আসনে মীর মোস্তাক আহমেদ রবি ঈগল প্রতীকে, আশরাফুজ্জামান আশু দলীয় লাঙ্গল প্রতীকে, মোঃ আনোয়ার হোসেন দলীয় আম প্রতীকে, মোঃ আফসার আলী (স্বতন্ত্র) ট্রাক প্রতীকে, এনছান বাহার বুলবুল (স্বতন্ত্র) কাঁচি প্রতীকে, মোঃ কামরুজ্জামান নোঙর প্রতীকে ও মোস্তফা ফারহান মেহেদী সোনালী আঁশ প্রতীকে নির্বাচন করবেন। এরই মধ্যে প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েন। মনোনয়ন জমা দানের পর থেকেই দলীয় নেতা কর্মীদের সাথে যোগাযোগ বৃদ্ধি করে চলেছেন প্রার্থীরা। ইতোমধ্যেই জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আশরাফুজ্জামান আশু নিজ কর্মীদের নিয়ে গণসংযোগে ব্যস্ত আছেন। সেই সাথে আওয়ামী লীগের একটি অংশের সমর্থন পাওয়ায় শক্ত অবস্থানের জানান দিচ্ছে লাঙ্গল। ঢিমে তালে অন্যান্য প্রার্থীরা গণ সংযোগ করলেও, অনেককেই মাঠে এখনো সক্রিয় দেখা যায়নি। অন্যদিকে সাতক্ষীরা সদর ০২ আসনের দুই বারের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনিও তার কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ শুরু করেছেন। তবে এবার আওয়ামী লীগ সাতক্ষীরা সদর ০২ আসন জোট শরীক জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় সরাসরি নৌকার প্রার্থী নেই। কিন্তু স্বতন্ত্র প্রার্থীকে সমর্থনে কেন্দ্রের কোন বিধি নিষেধ না থাকায় সাতক্ষীরা সদর ০২ আসনের আওয়ামী লীগের কর্মীরা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সমর্থন দিয়ে যাচ্ছে। অন্যদিকে দলীয় কোন্দলের জেরে সাতক্ষীরা আওয়ামী লীগের একটি অংশ দলীয় স্বতন্ত্র প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা জোট শরীক বা অন্য কোন প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে গেলেও তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকছে দুইবারের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তবে, কেন্দ্র থেকে তৃণমূল কর্মীদের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে পূর্ণ স্বাধীনতা দিলেও সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্যদের স্বাক্ষরিত একটি চিঠিতে সাতক্ষীরার সকল উপজেলা ও পৌর কমিটির সকল সভাপতি, সাধারণ সম্পাদক ও আহবায়ক, যুগ্ন আহবায়ককে নিয়ে ২১ ডিসেম্বর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে একটি বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। যার বিষয়বস্তু আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জোটভুক্ত প্রার্থীদের বিজয়ী করা। যা মিশ্র প্রতিক্রীয়া সৃষ্টি করেছে। বিশ্লেষকদের ধারণা সাতক্ষীরা সদর আসনে ঈগল ও লাঙ্গল প্রতীকে হাড্ডাহাড্ডি ভোটের লড়াই হবে। ফলে নির্বাচনী হিসাব ও দলীয় পাওয়া না পাওয়ার সমীকরণের হিসেব-নিকেশে উত্তপ্ত হয়ে উঠছে সাতক্ষীরা সদর ০২ আসনের নির্বাচনের মাঠ।