
সুন্দরবন উপকূলীয় অঞ্চলের টেকসই মৎস্য চাষ ও জলবায়ু অভিযোজনকে কেন্দ্র করে নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরায় ব্লু-কার্বন ব্যবস্থাপনার লক্ষ্যে আজ একটি সচেতনতামূলক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
LEDARS-এর আয়োজনে, Meridian Institute- এর সহায়তায় এবং ULAB-এর গবেষণা সহযোগিতায় “Securing Blue Carbon Ecosystems for Sustainable Fisheries and Climate Change Adaptation for Fishers in Sundarbans” প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
প্রতি মাসেই স্থানীয় উপকূলীয় জনগণের সঙ্গে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ব্লু-কার্বন ইকোসিস্টেম সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশল এবং টেকসই মৎস্যচাষ। সভায় অংশগ্রহণ করেন এলাকার নির্বাচিত নারী সদস্যরা। আলোচনায় উঠে আসে নারীর ক্ষমতায়ন, বিকল্প জীবিকায়নার সুযোগ, টেকসই কৃষি প্রযুক্তি ও নারীর স্বাস্থ্যবিষয়ক নানা দিক।
সভাটি পরিচালনা করেন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন। তিনি বলেন,
“এই ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে উপকূলীয় নারীরা যেমন পরিবেশবান্ধব জীবনধারার সাথে পরিচিত হচ্ছেন, তেমনি নিজেদের জীবিকা ও স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হয়ে উঠছেন।”
স্থানীয় নারীরা তাদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং ব্লু-কার্বন সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেন। তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে তারা যেমন জীবনের মানোন্নয়নে কাজ করছেন, তেমনি জলবায়ু সহনশীলতাও অর্জন করছেন।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।