
নব কুমার দে, তালা থেকে: তালা উপজেলার পাটকেলঘাটা একটি বাণিজ্যিক বাজার। এই বাজারের রাস্তা ও পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই নাজুক। তাই আপাতত পল্লী বিদ্যুৎ রোডটি নির্মাণের জন্য তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম একটি আর্থিক ফাÐের সূচনা করেন। এই ফাÐটি তৈরি হয়েছে পল্লী বিদ্যুৎ রোডস্থ দোকান মালিক, ব্যবসায়ী ও আবাসিক বাসিন্দাবৃন্দের সহযোগিতায়। এছাড়া এ বিষয়ে সাউথবাংলা কমপ্লেক্স এর স্বত্বাধিকারী আব্দুল আলীম পলাশ জানান রোডটি পুনঃ নির্মানের সহযোগিতার জন্য তালা উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান এডিপি থেকে ২লক্ষ টাকা সহযোগিতা দিয়েছেন। এ রাস্তাটি পুনঃ নির্মানের জন্য শহীদ পরিবারের সন্তান, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম এর নেতৃত্বে রাস্তার দুই ধরের জমির মালিকদের নিয়ে সবার অর্থায়নের বিনিময়ে দীর্ঘ দিন পড়ে থাকা রাস্তাটি পুন নির্মান শুরু করেছেন। স্থানীয় ব্যবসায়ী ও দোকান মালিকবৃন্দ রাস্তাটি পুনঃ নির্মানের উদ্যোগ নিলে তালা উপজেলা নির্বাহী অফিসার সম্মতি প্রদান করেন। এ রাস্তায় ব্যবসায়িদের হৃদয়ের রক্ত ক্ষরনের কথা না শুনলে বোঝা যাবে না। কারণ অধিকাংশ ব্যবসায়ি শিক্ষিত এবং অনেকেই স্বাধীন পেশায় আত্ম নিয়োগ করেছেন। কিন্তু এখানে ফলাফল শূন্য তাঁরা কাঙ্খিত সফলতা না পেয়ে হতাশা গ্রস্থ হয়ে দিন পার করছেন। এ রাস্তা আসা না আসাকে কেন্দ্র করে ভ্যান চালক যাত্রীদের মধ্যে উত্তাপ্ত বাক্য বিনিময় লেগে থাকে। সত্য বলতে সমস্থ বাংলাদেশে উল্লেখ যোগ্য হারে উন্নয়ন হলেও পাটকেলঘাটা ব্যাতিক্রম। সারা দেশের উন্নয়নের সাথে তালমিলালে পাটকেলঘাটা উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে কিন্তু কেন? দুর্বল বাজার কমিটি এর জন্য অনেক অংশে দায়ী। ২০১০ সাল থেকে নানা মুখে নানা কথা শোনা গেলেও আজ পর্যন্ত রাস্তাটি সংস্কারের কাজ হলো না। সমস্থ প্রাপ্তির আশা ছেড়ে দিয়ে পল্লী বিদ্যুৎ রোডের ব্যবসায়ি, ঘর মালিক, আবাসিক সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। মোট আট লক্ষ টাকা বাজেট ধরে কাজ করার পরিকল্পনা করা হয়েছে। রাস্তা নির্মানের বিষয়ে তালা উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ার বলেন, আমাদের উপসহকারী প্রকৌশলী বিজন কুমার মন্ডল উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন। সর্বপরি বহুল আলোচিত অবহেলিত রোডটি পুনঃ নির্মাণের কাজ শুরু হওয়ায় সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছেন।