প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় শ্রীউলা ইউনিয়নে কলিমাখালী গ্রামের মোহাম্মদ হযরত আলী গাজীর বড় পুত্র আহমেদ ইমতিয়াজ প্রান্ত (১৫) গত মঙ্গলবার, ৪ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন। আহমেদ ইমতিয়াজ প্রান্ত যশোর মুসলিমা একাডেমির দশম শ্রেণীর ছাত্র। আহমেদ ইমতিয়াজ প্রান্ত গত মঙ্গলবার সকাল ১০ টার সময়ে গ্রামের বাড়ি হতে যশোরের উদ্দেশ্যে রওনা হয় এবং সন্ধ্যা ৬.৩০ মিনিটে তার বাবার কাছে ফোনে বলে যশোরের চাচড়া মোড় হতে ইজিবাইকে উঠার পর ইজিবাইকে থাকা ৬/৭ জন লোক তাকে তুলে নিয়ে যায়। তার কাছে থাকা মোবাইল ফোন হতে লুকিয়ে তার বাবার কাছে ফোন করে। এখন তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। তার গায়ের রং উজ্জ্বল। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল লম্বাটে ও হালকা - পাতলা গড়নের। তার পরহিত ছিল কালো রং এর ফুলহাতা টি শার্ট ও প্যান্ট। এ ঘটনায় আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি নং-১৮৮) করা হয়েছে। নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও কোন খোঁজ খবর না পাওয়ায় নিখোঁজের পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মোবাইল নং- ০১৭১৬-২০২৯৮৬ ( প্রান্তোর পিতা)
মোবাইল নং- ০১৯১৫-৫৮২৬৬৫ ( প্রান্তোর মাতা)
মোবাইল নং- ০১৭২১-০০৬৯২৬0 ( প্রান্তোর মেজ চাচা )