সাতনদী অনলাইন ডেস্ক: বন্ধ হয়ে গেল অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ। রোববার (১১ এপ্রিল) দুপুরে নিউজ পোর্টালটির পরিচালনায় যুক্ত কর্তৃপক্ষ এটি আর না চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
এই নিউজ পোর্টালের সঙ্গে যুক্ত প্রায় ৪০ জন সংবাদকর্মীকে বিষয়টি প্রশাসন শাখা থেকে অবহিত করা হচ্ছে।
গত বছরের ২৫ সেপ্টেম্বর যাত্রা শুরু হয় অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ-এর। নিউজ পোর্টালটির প্রধান কার্যালয় রাজধানীর বনানীর ইকবাল সেন্টারে। মাত্র সাড়ে ৬ মাসের মাথায় বন্ধ হচ্ছে এ নিউজ পোর্টালটি।
এ বিষয়ে পোর্টালটির সম্পাদক স্বদেশ রায় বলেন, ‘ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চেয়েছিল একটি দৈনিক পত্রিকা বের করতে। দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ফলে এটি প্রকাশ করতে দেরি হবে। এর মধ্যে নিউজ পোর্টাল চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছে। এ কারণে এর কার্যক্রম বন্ধ হচ্ছে।’
এই নিউজ পোর্টালের সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, আজ দুপুর ২টার দিকে মৌখিকভাবে পোর্টাল পরিচালনাকারী কর্তৃপক্ষের কাছ থেকে এটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। এরপর কর্মকর্তা কর্মচারীদের প্রশাসন বিভাগ থেকে টেলিফোনে ও মোবাইলফোনে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হচ্ছে।