
নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ: কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক সনদ চক্রবর্তী আর নেই। শুক্রবার (১১ জুন) দুপুর ১ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর।
তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা অসুখে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, আত্মীয়স্বজন, শিক্ষার্থীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বিকেলে উপজেলার পিরোজপুর শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কালিগঞ্জের সর্ব মহলে শোকের ছায়া নেমে আসে। সনদ চক্রবর্তী’র হাজার হাজার ছাত্র প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি পানিয়া জনকল্যাণ সমিতি, মানবসম্পদ কেন্দ্র ও সুশীলনের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আত্মার শান্তি কামনা করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সী, মেহেদী সাতক্ষীরা সদর হাসপাতালে ডেন্টাল সার্জেন্ট ডাক্তার নুর ইসলাম, সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান, মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের পরিচালক জিএম ফিরোজ আহমেদ।