সাতক্ষীরার বাটকেখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষিকা নাজমা বেগম মঙ্গলবার বেলা ১২ টায় নিজ বাসভবন শহরের ইটাগাছায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। তিনি দীর্ঘদির যাবত স্ট্রোকজনিত কারণে প্যারালাইজড হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি ইটাগাছা এলাকার মৃত রহমতুল্লাহ গাজীর স্ত্রী ও রাজশাহী সারদা পুলিশ একাডেমির পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ (জাহিদ) এর মাতা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ মাগরিব জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
এদিকে রত্নাগর্ভা নাজমা বেগমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ গভীর ভাবে সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মরহুমার আত্মার শান্তি কামনা করেছেন।