কলারোয়া প্রতিনিধি: বাংলাদেশ তাবলীগ জামাতের অন্যতম নেতা ও ঢাকা বারীধারার আল মাদরাসাতু মহিঊল ইসলামের মহাপরিচালক মুফতি আতাউর রহমান (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার রাত ১টার দিকে ঢাকার বারিধারা বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মুফতি আতাউর রহমান কলারোয়া পৌরসভার ২ নং তুলমীডাঙ্গা ওয়ার্ডে মৃতঃ হাজী নুর-আলী সরদারের সেজ পুত্র এবং কলারোয়া উপজেলার সাবেক চেয়ারম্যান প্রয়াত হোসেন আলীর ভাগনা (বড় বোনের ছেলে)। তিনি ঢাকার বারীধারা এলাকায় বসবাস করতেন। এই গুণী ব্যক্তি ছিলেন একাধারে বাংলাদেশ টঙ্গি বিশ্ব ইজতমা পরিচালনা পরিষদের সদস্য ও বিশ্ব মার্কাস ও দিল্লীর নিজামদ্দীন তাবলীগের একান্ত সহচর। এছাড়া বাংলাদেশের দুইশতাধিক কওমীর মহাপরিচালক ছিলেন। মরহুমের বড় ভাই শামছুর রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে তার ভাইয়ের বুকে প্রচন্ড ব্যথা অনুভব করছে বলে তাদেরকে জানালে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকা অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। তিনি আরো জানান, ডাক্তাররা তাদেরকে জানিয়েছিলো তার ভাই আতাউর রহমান হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারাদেশ থেকে ভক্ত অনুরাগী, ছাত্র ও তাঁর সহকর্মীরা তাঁকে এক নজর দেখার জন্য ঢাকাস্থ তার মাদ্রাসাতে ছুটে যান। এ সময় সেখানে এক বেদনাদায়ক পরিবেশের সৃষ্টি হয়।
মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী, ৫ কন্যা, আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী ছাত্র/ছাত্রী ও অসংখ্য শুভান্যুধায়ী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ৮টায় জানাজা নামাজ শেষে তাঁর প্রতিষ্ঠিত বসুন্ধরা ঢালীবাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে তাঁকে দাফন করা হয়।