নির্যাতন কারীরা চেয়ারম্যান আমজাদ হোসেনের লাঠিয়াল বাহিনীর সদস্য
নিজস্ব প্রতিবেদক:
শাহিনারা নামের দরিদ্র এক গৃহবধূকে বেধড়ক পিটিয়ে জখম করার ঘটনায় পুলিশ মামলা নিতে টালবাহানা করছে। ঘটনাটি শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের। থানায় দেওয়া এজাহার সূত্রে জানা যায়,২৩ জানুয়ারি ১নং বিবাদী ইট ভাটার সর্দার আমিরুল ইসলামের সাথে শাহিনারার স্বামীর ইট ভাটার আর্থিক লেনদেন সংক্রান্ত পূর্বশত্রুতার কারনে আমিরুল ইসলাম স্থানীয় চেয়ারম্যান আমজাদুল ইসলামের লাঠিয়াল বাহিনীর অন্যতম সদস্য এস এম আবু বক্কার, এস কে আলমগীর হোসেন (আলম) কে সঙ্গে নিয়ে আমিরুল ইসলামের বাড়িতে যেয়ে তাকে নাপেয়ে গৃহবধূ শাহিনারার উপর চড়াও হয়।
তারা গৃহবধূকে টেনেহেছড়ে ঘর থেকে বের করে বেধড়ক মারপিট করে। এসময় তিনি শ্লিলতাহানীরও শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয় । পরে আমিরুল ইসলাম,এস এম আবু বক্কার, এস কে আলমগীর হোসেন (আলম) এর বিরুদ্ধে শ্যামনগর থানায় গৃহবধূ শাহিনারা তার জামাতা খলিলুল্লাহ কে দিয়ে একটি এজাহার পাঠান। কিন্তু শ্যামনগর থানার ওসি এজাহারটি মামলা হিসাবে গ্রহণ নাকরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মিটিয়ে ফেলার পরামর্শ দেন। গৃহবধূ শাহিনারার অভিযোগ আসামিরা স্থানীয় চেয়ারম্যানের চাঁদাবাজি,দখলবাজি ও লাঠিয়াল বাহিনীর সদস্য।
চেয়ারম্যানের কাছে গেলে বিচার পাবনা। বিষয়টি শ্যামনগর ওসিকে অবহিত করার পরও তিনি মামলা গ্রহণ নাকরে চেয়ারম্যানের কাছে যাওয়ার জন্য চাপাচাপি করছেন। এদিকে বিষয়টি নিয়ে শ্যামনগর থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি সাতনদীকে জানান,স্থানীয় চেয়ারম্যানের কাছে গিয়ে বিষয়টির মীমাংসার পরামর্শ দিয়েছি। সেখানে শাহিনারা ন্যায়বিচার নাপেলে আইনগত ব্যবস্থা নিব।