প্রেস বিজ্ঞপ্তি: তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কবি নজরুল বিদ্যাপীঠে বুধবার (২৬ জুলাই) সকাল ১০টার সময় যুব-নেতৃত্বে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পেইনে ইভটিজিং, বাল্য বিবাহরোধ, নারী সহিংসতা ও এর থেকে প্রতিকার পাওয়ার উপর আলোচনা করা হয়। সিডো সাতক্ষীরার বাস্তবায়নে একশন এইড এর সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাইদুল আলম বাবলু। এসময় বক্তব্য রাখেন বেতনা যুব সংঘের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক সাকিব হাসান, ঐক্য যুব সংঘের কোষাধ্যক্ষ ঐশি সরদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিডোর প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার।
নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনামূলক ক্যাম্পেইন
পূর্ববর্তী পোস্ট