
আল মাহফুজ: আজ বুধবার সকাল ১০টায় জুবলী স্কুল মোড় থেকে শুরু করে ০২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মেয়র প্রার্থী নাসিম ফারুফ খান (মিঠু)। এসময় তিনি মুনজিতপুর ইস্যুমিয়া সড়ক এলাকা,সরকারী কলেজ রোড এলাকা করিম মেছএর সামনে দিয়ে রথখোলা বিলের কিছু অংশ্যের ভোটারদের বাড়ি বাড়ি যান এবং নারিকেল গাছ প্রতিকে ভোট দেয়ার জন্য আহবান জানান। এসময় তিনি বলেন ভোটে জিততে পারি না পারি সবসময় পৌর বাসিদের সাথে নিয়ে উন্নয়নের কাজ করে যাবো সাধ্যমত। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন তার নিজের জন্য ও পৌর বাসির জন্য।