নিজস্ব প্রতিবেদক:
নারায়নগঞ্জ থেকে আগত দু’ব্যাক্তিকে ইটাগাছা প্রাইমারি স্কুলের দ্বিতীয়তলায় তালাবদ্ধ করে রাখা হয়েছে। এ ঘটনায় এলকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য গত পরশু দু’জন ব্যাক্তি নারায়নগঞ্জ থেকে ফিরলে স্থানীয় কাউন্সিলর তাদেরকে প্রাইমারি স্কুলের দ্বিতীয় তলায় তালাবদ্ধ করে রাখে। পাশেই আছে বস্তি। তালাবদ্ধ দু’জনকে স্বজনরা খাবার পৌঁছে দিচ্ছে। ওই এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবী তাদেরকে বাড়ীতে কোয়ারেন্টাইনে রাখা হোক। নতুবা তারা বড় ধরনের সংক্রমনের কারণ হয়ে উঠতে পারে।