জাতীয় ডেস্ক: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি বিজিবি।
বিজিবি বলছে, নিহত ব্যক্তি ইয়াবা পাচারকারী। ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও বন্দুকের দুটি খালি খোসা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি রোহিঙ্গা বলে সন্দেহ করা হচ্ছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের নাফ নদীর ১ নম্বর স্লুইসগেট এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
বিজিবির এই কর্মকর্তা বলেন, গতকাল রাতে নাফ নদীতে স্পিডবোট নিয়ে বিজিবির একটি বিশেষ দল টহল দিচ্ছিল। এ সময় তাঁরা দেখতে পান, একটি কাঠের নৌকায় করে তিন ব্যক্তি মিয়ানমারের জলসীমা পার হয়ে বাংলাদেশে ঢুকছেন। টহলরত বিজিবির সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি করেন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি করে।
সুত্র: প্রথম আলো