প্রেস বিজ্ঞপ্তি: দৈনিক সাতনদী ও দৈনিক যুগের বার্তার সার্কুলেশনের দায়িত্বে নিয়োজিত মোঃ রোকনউজ্জামানের একমাত্র পুত্র মোঃ নাজমুল হাসান কে কোরানের হেফজ হিসাবে শিক্ষিত করে তোলার জন্য শামসুল হক হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। মাদরাসায় যাওয়া শুরুর দিনে নাজমুলের মাথায় টুপি পরিয়ে দোয়া করেন দাদী ফরিদা বেগম ও পিতা রোকনউজ্জামান। নাজমুল হাসান যেন একজন কোরআনের হাফেজ ও দীনের এলেম কায়েম করতে পারেন সেজন্য তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।