যাবেই যদি চলে
তবে কেন এসেছিলে?
জানি তোমার কিছু নেই বলার
নেই প্রয়োজন সময় নষ্ট করার
সেই ভালো
তাহলে দেরি করে
কি হবে বলো,
এবার নোঙর তোল।
উড়ছে আকাশে চপার
প্রতিক্ষায় শুধু তোমার।
কালের যাত্রার সাথে
শুভ হোক লগ্ন এবার
যে তোমার নয়
মুক্ত করো ডানা তার।
মাথার ওপর
খোলা আকশ তার।
আসবে সে ফিরে
যদি হয় সে তোমার।
যদি এমনটা না হয়
ভেবো নিশ্চয়
সে কখনো ছিলনা তোমার।
প্রহসনে ভরা সব অভিনয়।
দেশ কি'বা বিদেশ
দুটিই আমার স্বদেশ।
আমি মুক্ত বিহংগ
নাই বা থাকুক আমার ডানা
আমার আকাশে নেই সীমানা।
কি'বা রাত কি'বা দিন
সবই আমার কাছে রং বিহীন।
মনের আলোয় দেখি তারে
যে থাকে মোর অন্তরে।
খুঁজিনা আমি তারে
আলো কিংবা আঁধারে।
রং মেখে সং সাজে যারা
বড় অসহায় নিঃস্ব তারা।
যারা ওদের করেছে পথহারা
বরং তাদের কর ঘরছাড়।
ভুলে যেওনা ওরা ও মানুষ
ওরা নয়কো অপাংক্তেয়
নয়কো উচ্ছিষ্ট কোন খাবার
ওদের ও আছে তোমারই মতো
বেঁচে থাকার সবটুকু অধিকার।
শাক দিয়ে যেমন
মাছ ঢাকা যায়না।
কোন কিছু দিয়েই
কিছুই আড়াল করা যায় না।
ক্ষণিকের ব্যর্থ প্রয়াস
অযথাই বাড়ে দীর্ঘশ্বাস।
আঁচল দিয়ে যায়না ঢাকা অশ্রুকনা
এটা তোমাকে মানায় না।
বিদায়ের ক্ষন চোখের জলে
করোনা ভারী।
দীর্ঘ এপথ একাকী আমায়
দিতে হবে পাড়ি।
বলনা বন্ধু বিদায়।