লিটন ঘোষ বাপি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফে শায়িত বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সুফী-সাধক পীরে কামেল শাহ্ছুফী আলহাজ্ব খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর মাজার শরীফের সদ্য প্রয়াত খাদেম, সমাজসেবক, দানবীর, আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী,সুমিষ্টভাষী, মেহমানদারীর উজ্জ্বল দৃষ্টান্ত আলহাজ্ব মৌলভী আনছার উদ্দিন আহমদ স্মরণে তিনি সহ পীর আম্মার মাজার শরীফ প্রাঙ্গণে আলোচনা, মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা থেকে এক ভক্ত রাজিব খান সুজন ও তার পরিবারবর্গের আয়োজনে মঙ্গলবার বাদ মাগরিব অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আলোচনা রাখেন নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মো: আশরাফুল ইসলাম আজিজী। মিশন কর্মকর্তা আলহাজ্ব আবুল ফজল শিক্ষক এর সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও ফাতেহা শরীফ পাঠ করেন হাফেজ মো: হাবিবুর রহমান। পীর কেবলা রচিত ভক্তের পত্র থেকে পাঠ করেন মোবারক মহলের আলহাজ্ব মনিরুজ্জামান মনি। হামদ, নাত ও মুর্শিদী পেশ করেন মো: আনিছুর রহমান। সবশেষে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আলহাজ্ব মো: আবু সাঈদ রংপুরী।
দোয়ার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো: এনামুল হক খোকন, পাক রওজা শরীফের ভারপ্রাপ্ত খাদেম আলহাজ্ব মো: আব্দুর রাজ্জাক, আলহাজ্ব হাফেজ মো: শামছুল হুদা, মিশন কর্মকর্তা আলহাজ্ব রবিউল হক, খায়রুল হাসান, সদস্য আলহাজ্জ নজরুল ইসলাম, আলহাজ্ব রেজাউল ইসলাম, প্রভাষক মনিরুজ্জামান (মহসিন), মাসুদুর হক ডালিম, মো: রেজাউল ইসলাম, শিক্ষক মশিউজ্জামান, মাসুম বিল্লাহ, আলহাজ্জ জাকির হোসেন, রমজান আলী,হাফিজুল ইসলাম প্রমূখ।