নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৭৪ নং নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা আক্তারের অবসর জনিত এবং পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
কালিগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ড. প্রকৌশলী কাজী আলী আজম। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সম্পাদক আলহাজ্ব মালেকুজ্জামানসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, বিদায়ী শিক্ষার্থীরা যেন পরবর্তী শিক্ষা জীবনে সৎ, পরিশ্রমী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে, সে লক্ষ্যে তাদের মনোযোগী হওয়া জরুরি। বিদ্যালয়ের শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে তারা ভবিষ্যতে নিজেদের কাক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করেন বক্তারা।
বিদায়ী শিক্ষক আয়েশা আক্তার তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে বিদ্যালয়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের বিদায়ী বক্তব্য প্রদান করে।