
তরিকুল ইসলাম লাভলু :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীর—এ কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আত্মাধিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তুা—চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক, ও স্রষ্টার ইবাদত ও সৃষ্টির সেবা” ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ, হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মো: আনছার উদ্দীন আহমদ করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি……রাজিউন)।
কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে বেশ কিছুদিন যাবৎ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৭ জুলাই) বেলা ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
এদিকে নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মো: আনছার উদ্দীন আহমদ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা—৩ আসনের সংসদ সদস্য ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ¦ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।
আলহাজ্জ মো: আনছার উদ্দীন আহমদ’র মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন— নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্মকর্তা—কর্মচারীসহ বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।