আব্দুর রহিম, কালিগঞ্জ: নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আজীবন সদস্য, চট্টগ্রাম আহ্ছানিয়া মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম মনিরুজ্জামান রবিবার (৬ আগষ্ট) দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের সি.এস.সি.আর হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে... রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মরহুম মনিরুজ্জামান হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ছোট ভাই খানবাহাদুর মোবারক আলীর পৌত্র এবং হজরত গফুর শাহ্ আল্ হোচ্ছামি (র.) এর দৌহিত্র-জামাতা ছিলেন। অন্যদিকে তিনি খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর চতুর্থ পুত্র হজরত নাজমুল উলা সাহেবের জামাতা ছিলেন। রবিবার সন্ধ্যায় মনিরুজ্জামান চট্টগ্রামস্থ বাসভবনের সামনে কদম মোবারক জামে মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে দাফনের উদ্দেশ্যে জন্মস্থান পবিত্র নলতা শরীফে রওনা হয়। আজ ৭ আগষ্ট (সোমবার) নলতা শরীফে তাঁকে সমাহিত করা হবে। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নলতা আহসানিয়া মিশন কর্তৃপক্ষ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।