
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: নলতা ওরছ শরীফের বাজার থেকে সংঘবদ্ধ চোর চক্রের ৩ মহিলা চোরকে চুরি করার সময় হাতে-নাতে ধরে গনপিটুনি দিয়ে পুলিশে র্সোপদ করেছে উত্তেজিত জনতা। বুধবার বেলা ৩টার সময় কালিগঞ্জ উপজেলার নলতা ওরছ শরীফের বাজারের এক ছিট কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। থানায় আটককৃত চোর চক্রের সদস্যরা হল ফুলতুল খাতুন(২৩), সে উপজেলা সাতক্ষীরা সদর থানার কাশেমপুর গ্রামের কামাল হোসেনের স্ত্রী, অপরজন একই গ্রামের জসীমদ্দিন কাজীর স্ত্রী জলি বেগম(১৮), এবং রসূলপুর গ্রামের শহিদুলের স্ত্রী রেখা পারভীন (৩২)। আটককৃত দের বিরুদ্ধে থানায় একটি চুরি মামলা দায়ের হয়েছে।