কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় অবস্থিত এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ) সকাল ১০টায় মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ)-এর উদ্যোগে এবং বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ আলহাজ্ব অধ্যাপক ডা. আব্দুল মালেক খান ও হৃদরোগ বিশেষজ্ঞ আলহাজ্ব অধ্যাপক ডা. এস এম আব্দুল ওহাবের সহযোগিতায় এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম সিদ্দিকী শাহিনের সঞ্চালনায় মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক জনাবা মাসুমা সেরমিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জামায়াতের সদস্য ও বিদ্যালয়ের অভিভাবক মাওলানা আশরাফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ)-এর কোষাধ্যক্ষ ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহর আলী, ডিএফই শাহনিমা আক্তার, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল হক, মো. আরিফ, হোসেন আব্দুল্লাহ, আবুল কাশেম, রহিমা খাতুন, মেহেরুন ও শরিফাসহ বিদ্যালয়ের অভিভাবক ও সুবিধাভোগীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও তারা এখনও নানা ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তাদের সার্বিক উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, আলহাজ্ব অধ্যাপক ডা. এস এম আব্দুল ওহাব এবং আলহাজ্ব অধ্যাপক ডা. আব্দুল মালেক খান দীর্ঘদিন ধরে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আর্থিক, চিকিৎসা ও নানাবিধ সহযোগিতা প্রদান করে আসছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, “বিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই আলহাজ্ব অধ্যাপক ডা. এস এম আব্দুল ওহাব ও আলহাজ্ব অধ্যাপক ডা. আব্দুল মালেক খান নিয়মিতভাবে সহযোগিতা করে আসছেন। পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত অনেক দানশীল ব্যক্তি এই বিদ্যালয়ের দীর্ঘ পথচলায় সহযাত্রী হিসেবে পাশে রয়েছেন।” তিনি সকল অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠান শেষে দাতা ব্যক্তিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।