
তরিকুল ইসলাম লাভলু, নলতা থেকে: কালিগঞ্জের ৬নং নলতা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে একাধীক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠছে। তার উপরে অসন্তষ্ট হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে স্থানীরা।
ইউপি সদস্য হাবিবের দুর্নীতি ও অনিয়মের কারণে এলাকাবাসী এখন অতিষ্ঠ। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলতা ইউপির ১নং ওয়ার্ডের সদস্য থেকে এলাকাবাসী তাকে প্রত্যাখ্যান করবে বলে জানায় স্থানীয়রা।
জানা যায়, নলতা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ২০২১-২০২২ এর ভিজিডি কার্ড উপকারভোগি নির্বাচনে ইউপি সদস্য হাবিবুর রহমান তদন্ত কমিটি দ্বারা তদন্ত না করে নিজের ইচ্ছামত অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে তালিকা চুড়ান্ত করে। বিষয়টি এলাকার নজরুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন, আজিবর রহমানের স্ত্রী নাছিমা খাতুন, মোক্তার আলীর স্ত্রী মর্জিনা খাতুনসহ ১১ জন গত ২০২০ সালের ১০ ডিসেম্বর কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বারাবর লিখিত অভিযোগ দিলে অভিযোগের ভিত্তিতে ১৪ ডিসেম্বর সোমাবরে কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী সরেজমিনে তদন্ত করে সাংবাদিকদের বলেন, অভিযোগের তদন্ত করতে যেয়ে দেখা গেছে যারা অভিযোগ করেছেন তারা ভিজিডি কার্ড পাওয়ার যোগ্য কিন্তু তাদের তালিকায় অন্তর্ভূক্ত না করে দুর্নীতির আশ্রয় নিয়ে যারা যারা তালিকাভূক্ত হওয়ার যোগ্য না তাদেরকে তালিকাভুক্ত করেছে। তিনি জানান তদন্ত চলমান রয়েছে। তবে তালিকায় নির্বাচিতদের মধ্যে ২টি পরিবার দেখা গেছে গরীব।
অভিযোগে আরো জানা যায়, নলতা ইউনিয়নের ১নং ওয়ার্ডে খানজিয়া পান্দারিয়া পাড়া আরশাদের বাড়ি হইতে শুইলপুর বিওপি ক্যাম্প অভিমুখে রাস্তা পুণঃ সংস্কার কাজের শ্রমিকদের কর্তৃপক্ষকে না জানিয়ে ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান নিজের স্বার্থ হাসিলের লক্ষে উত্তর সেহারা নিয়ামত আলী বাড়ির সামনের রাস্তার কাজে লাগান। বিষয়টি জানতে পেরে গত ২৬ জানুয়ারী মঙ্গলবার কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম পরিদর্শনে এসে সংশ্লিষ্ট জায়গার কাজে শ্রমিক না থাকায় কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, কর্তৃপক্ষকে না জানিয়ে প্রকল্পের শ্রমিক নিয়ে অন্য জায়গায় কাজ করার কারনে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এমন অনিয়ম ও দুর্নীতি না করতে ইউপি সদস্য হাবিবকে সতর্ক করে দেওয়া হয়েছে।
এছাড়াও এই ইউপি সদস্য হাবিবুর রহমানের বিরুদ্ধে একাধীক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
তবে এ বিষয়ে নলতা ইউপি সদস্য হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি এড়িয়ে জান।