
নিজস্ব প্রতিবেদক: ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে নৌকার পোস্টার টানাতে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। এঘটনায় বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ সমর্থকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হলে কালিগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নলতা ইউনিয়নের ইন্দ্রনগর মোড় নামক স্থানে ঘটে।
জানাযায়, নলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগর মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনের পক্ষে কর্মীরা নলতার ইন্দ্রনগর মোড় নামক স্থানে নৌকার পোস্টার টানাতে গেলে বিএনপি-জামায়াতের কর্মীরা বাঁধা প্রদান করে। এসময় দু’পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হলে কালিগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসীরা জানায়।
এ ব্যাপারে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল হোসেন জানান, ইউপি নির্বাচনকে ঘিরে জামায়াত-বিএনপি সহিংসতার চেষ্টা চালাচ্ছে। তারা যে কোন সময় এলাকায় যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।