
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ নভেম্বর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাওয়ায় সিরাজুল ইসলাম পাড় নামের এক আওয়ামী লীগ কর্মীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
সিরাজুল ইসলাম পাড় নলতার কাজলা গ্রামের করিম বক্স পাড়ের পুত্র এবং নলতা ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান পাড়ের সহোদর।
জানাযায়, রোববার (৩১ অক্টোবর) আসন্ন নলতা ইউপি নির্বাচনকে সামনে রেখে নৌকার মনোনীত প্রার্থী আবুল হোসেন পাড়ের পক্ষে ১ ও ৮ নাম্বার ওয়ার্ডে নির্বাচনী সভায় নৌকার পক্ষে ভোট চায় সিরাজুল ইসলাম। সেই সুত্র ধরে সিরাজুল ইসলামের অবর্তমানে রাত সাড়ে ৮ টার দিকে তার বাড়িতে প্রতিপক্ষের কতিপয় সঙ্ঘবদ্ধ ভাবে অনুপ্রবেশ করে সিরাজুলকে খুঁজতে থাকে আর হত্যার হুমকি দিতে থাকে এবং তার স্ত্রী-সন্তানদের বিভিন্নভাবে হুমকি প্রদান করে। পরে সিরাজুলকে বাড়িতে না পেয়ে সঙ্ঘবদ্ধ দলটি চলে যায়। এঘটনায় আওয়ামী লীগ কর্মী সিরাজুল ইসলাম পাড় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। এবিষয়ে কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে বলে জানা গেছে।