
নলতা প্রতিবেদক: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার ইছাপুর গ্রামের গুরুদাশ বসাকের পুত্র সুকৃতি বসাকের বাড়িতে গত শুক্রবার রাতে চুরি সংঘটিত হয়েছে। ঘটনার বিবরণে বাড়ির মালিক সুকৃতি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বসত ঘরের পাশের ঘরে সবাই মিলে কাজ করার সময় কে বা কাহারা তার বসত ঘরের ভিতরে ঢুকে একটি স্মাট ফোন, আলমারীতে রাখা নগদ সাড়ে চার হাজার টাকা সহ স্বর্ণালংকার নিয়ে গেছে। নলতা সহ আশেপাশের এলাকায় প্রতি রাতে কোথাও না কোথাও চুরি সংঘটিত হচ্ছে বলে জানা গেছে।