নিজস্ব প্রতিবেদক: সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গরীব, অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার নভো জীবন ইউকে এর সহযোগীতায়, নবজীবন ও নলতা ইউনিয়নের সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে গরীব, অসহায় পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি অসিত কুমার সরকার, নবজীবনের এডমিন এইচআর রেজাউল করিম, প্রোগ্রাম অফিসার আশিকুরজ্জামান, সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেন। এ সময় খাদ্য সহায়তার অংশ হিসাবে চাল, ডাল, আটা, সোয়াবিন তেল, চিনি, গুড়া দুধ সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।