
তরিকুল ইসলাম: কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে ভ্রাম্যমাণ “বইমেলা প্রতিদিন” এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমান “বইমেলা প্রতিদিন” উদ্বোধন করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রহুল হক। এ সময় উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলামসহ মিশনের অন্যান্য কর্মকর্তা ও পাঠকবৃন্দ। ভ্রাম্যমান বইমেলা প্রতিদিন এর শুভ উদ্বোধনের পর প্রধান অতিথি গাড়ি পরিচালনা করেন। ভ্রাম্যমান বইমেলা প্রতিদিন এ সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাউছে জামান আরিফ বিল্লাহ শাহ সুফি হযরত খান বাহাদুর আহ্ছানউল্লাহ (র:) তার লেখা বিভিন্ন গ্রন্থ বই পড়ার জন্য ভ্রাম্যমান বই প্রতিদিন বিভিন্ন স্থানে ঘুরে বেড়াবে। পাঠক সৃষ্টি ও বই পড়া অভ্যাস গড়ে তোলার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় সুধী ব্যক্তিরা ধন্যবাদ ও অভিনন্দন জানান।